সাত সকালেই মর্মান্তিক ঘটনা। ক্রিকেট খেলা নিয়ে মায়ের সঙ্গে বচসার জেরে কসবায় মেধাবী ছাত্রের আত্মহত্যা। ঘটনাটি শরৎ ঘোষ গার্ডেন রোড এলাকার।
জানা যায়, মৃতের নাম সোহম বসু। বয়স ২১ বছর। সে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল। যুবকের বাবা জানান, সোহম বসু নিউ গড়িয়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক-কমার্শিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষে পড়াশুনা করত।
আরও জানা যায়, সোহম ক্রিকেট অনুরাগী ছিল। স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে নিয়মিত ক্রিকেট খেলত সে। শনিবার প্রায় দুপুর ১২ টা নাগাদ দুটি স্থানীয় যুবক তাঁকে ক্রিকেট খেলার জন্য ডাকতে আসে। কিন্তু তাঁদের সঙ্গে খেলতে যেতে দেয়নি তাঁর মা। পাশাপাশি সামনেই পরীক্ষা থাকায় পড়াশোনায় জোর দিতে বলা হয়। এরপর বাবা-মা দুজনেই অফিসিয়াল কাজে ১ টা ৩৫ নাগাদ বাড়ি থেকে বের হন। পরিবার সূত্রে জানা গেছে, ২.১৫ মিনিট নাগাদ ফেরার পর তাঁদের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাঁদের ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁরা অবিলম্বে ছেলের অচেতন দেহটি নামিয়ে এনে তাঁকে এএমআরআই হাসপাতালে নিয়ে যান। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিস।