২৬ এপ্রিল, ২০২৪

Death: অটোর মধ্যেই অসুস্থ হয়ে অচৈতন্য, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-05 17:01:58   Share:   

ঘড়ির কাটায় তখন ঠিক পৌনে ১২টা। এমন সময় বেহালা (Behala) নিউ আলিপুর চন্ডীতলা রুটের একটি অটোয় ওঠেন এক বৃদ্ধ। এরপর চণ্ডীতলায় (Chanditala) অটো পৌঁছলে তিনজন যাত্রী নেমে যান। তবে অচৈতন্য হয়ে অটোতেই পড়ে থাকেন তিনি। অটো চালকের (Auto driver) তৎপরতা ও পুলিসের (Police) সহযোগিতায় দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। শুরু হয় তাঁর পরিবারের খোঁজ। অবশেষে পুলিসের তৎপরতায় মৃত (Death) ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি বছর ৬৩-এর লালমনি সিং। তিনি অবসরপ্রাপ্ত মিন্টের কর্মী। বেহালা থানার পুলিস তাঁর বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তবে ঠিক কী কারণে এই মৃত্যু ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানায় পুলিস। অটো চালক জানান, ওই ব্যক্তি নিউ আলিপুর থেকে অটোতে ওঠেন চণ্ডীতলার উদ্দেশে। অটো চণ্ডীতলায় পৌঁছনোর পর তিনজন প্যাসেঞ্জার নেমে যান। কিন্তু ওই ব্যক্তি নামছেন না দেখে তিনি ডাকাডাকি করেন। তাতে কোনও সাড়াশব্দ না পেয়ে বেহালা থানার পুলিসকে খবর দেন তিনি। পুলিস এসে ওই ব্যক্তিকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।


Follow us on :