কথায় আছে, better late than never। তাই হল। অবশেষে ১১ বছর পর কলকাতা কর্পোরেশনের গাড়িচালক মহম্মদ তারাকে গ্রেফতার করল লালবাজারের পুলিস। উল্লেখ্য, ২০১১ সালের ১১ জানুয়ারি বৃদ্ধা আরতি সেনগুপ্ত টালা পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় হঠাৎই কলকাতা কর্পোরেশনের একটি গাড়ি পার্কের ভিতর ঢুকে গিয়ে বৃদ্ধাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। কলকাতা কর্পোরেশনের সেই গাড়ির চালক ছিলেন মহম্মদ তারা। আরজিকর হাসপাতালে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
টালা থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধার ছেলে কিংশুক সেনগুপ্ত। বহু বছর ধরেই থানায় ঘুরপাক খাচ্ছিলেন বৃদ্ধার ছেলে। অধরা ছিল গাড়িচালক। নিম্ন আদালত, হাইকোর্ট ঘুরে ১১ বছর পর অবশেষে গতকাল লালবাজারের পুলিস গ্রেফতার করে মহম্মদ তারাকে। কারণ টালা থানার পুলিস গাড়ি চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ফিরিয়ে দিয়েছে বারবার। লালবাজার পুলিস অভিযুক্তকে গ্রেফতার করায় তাতে খুশি মৃতের পরিবার। অভিযুক্তকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়।