বাগুইআটিতে তথ্যপ্রযুক্তি কর্মী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। অফিস পার্টিতেই হাবড়ার বাসিন্দা ওই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিস তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ১১ জুন বাগুইআটি থানার অন্তর্গত চিনার পার্কের একটি হোটেলে ওই পার্টি ছিল। সেখানেই ওই তরুণীকে তাঁর দুই সহকর্মী বন্ধু ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তরুণী তাঁর পরিবারকে সমস্ত বিষয়টি জানান। পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিস তিনজনকে গ্রেফতার করেছে। তাদের নাম ভাস্কর ব্যানার্জি এবং চিরঞ্জিত সূত্রধর। এছাড়াও ইন্দ্রানী দে নামে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। আজ তাদের বারাসত আদালতে তোলা হবে এবং তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হবে। পুলিস সূত্রে খবর, মাদকাসক্ত অবস্থাতেই ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে।