জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার এক শিক্ষক। ধৃতের নাম আনিরুউদ্দিন আনসারি (৩৮)। বাড়ি পুরুলিয়ার পাড়া জেলায়। গত কয়েক বছর ধরে হাওড়া জেলার বাঁকড়ার মুন্সিডাঙ্গায় একটি বাড়িতে ভাড়া থাকত। স্থানীয় মসজিদের শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিল। গত ১৪ মার্চ রাতে তাকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সে দুজন জেএমবি জঙ্গিকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিভিন্ন সময়ই অভিযোগ ওঠে, জঙ্গিরা নানা অছিলায় কলকাতা বা তার আশপাশে বাড়ি ভাড়া নিয়ে থাকছে। তাদের প্রাথমিক উদ্দেশ্য, সংগঠন বিস্তারে কাজকর্ম চালিয়ে যাওয়া। এই কাজে তারা অন্য জঙ্গিদের আশ্রয়ও দিয়ে থাকে। কয়েকদিন আগে কলকাতাতেই এরকম একটি চক্রের হদিশ পেয়েছিল পুলিস।
তবে হাওড়ায় ধৃতের সঙ্গে জঙ্গিদের কী ধরনের যোগেযোগ ছিল, তা তাকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিস।