সোমবার ছিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রচার। আর সেই প্রচার ঘিরেই তুলকালাম। অভিযোগ, বিজেপির সেই প্রচারে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। বালিগঞ্জ উপনির্বাচনের প্রার্থী কেয়া ঘোষের সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। লাঠি, ছুরি, ছেনি দিয়ে আঘাত করা হয় বিজেপি কর্মীদের, অভিযোগ এমনই। তাঁদের দাবি, পুলিস থাকাকালীন এই কাণ্ড ঘটে। পুলিস দুষ্কৃতীদের পালিয়ে যেতেও সাহায্য করেছে বলে অভিযোগ।
ঘটনায় আহত হন ২ জন বিজেপি কর্মী। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। এরপরই তাঁরা রবীন্দ্র সরোবর থানায় গিয়ে অবস্থান-বিক্ষোভে বসেন। খবর পেয়ে সোমবার থানায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, আগামী ১২ ই এপ্রিল বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। বিজেপি প্রার্থী হিসেবে ওই কেন্দ্রে লড়ছেন কেয়া ঘোষ। প্রতিপক্ষ হিসেবে এই কেন্দ্রে লড়ছেন বাবুল সুপ্রিয়। সোমবার এই কেন্দ্রের ৮৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন কেয়া ঘোষ ও তাঁর সমর্থকরা। তার মধ্যেই একদল যুবক তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ।