LATEST NEWS
29 May, 2023

Kamarhati: ফের উত্তপ্ত কামারহাটি, বোমাবাজি, পুলিসের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০২-২৭ ১৪:১৫:৩৪   Share:   

গতকাল রাতের পর আজ সকালে ভোট শুরুর আগে কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকা ফের উত্তপ্ত। গণ্ডগোলের জেরে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়।

এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নির্মলা রাইয়ের অভিযোগ, সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। কিন্তু তাতে বাধা দেয় বিরোধীরা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে তাঁর অভিযোগের তীরে রয়েছে পুলিস-প্রশাসন। তিনি জানান, বারবার লিখিত অভিযোগ করা হলেও কোনও পদক্ষেপ নেননি বেলঘরিয়া থানার আইসি।

Ad code goes here

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে। শুরু হয় বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। স্থানীয়দের অভিযোগ, বহিরাগতরা এসে উত্তপ্ত করছে এলাকা। এরপরই মুহূর্তের মধ্যেই ধন্ধুমার গোটা এলাকা। পুলিসের গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ভাঙা হয় পর পর বেশ কিছু গাড়ি। এরপরই ২ জনকে আটক করে পুলিস। অভিযোগ, তারাই এলাকায় বোমা ফেলছিল।

Ad code goes here

গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :