০৫ অক্টোবর, ২০২৩

Market: জামাই ষষ্ঠীর পর সবজি নাগালে এলেও ক্রেতা কোথায়?
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

সাত সকালেই আম জনতা বাজারমুখী হয়। তবে গত কয়েকদিনে দুর্মূল্যের বাজারে সাধ মিটিয়ে কেনাকাটা করার সাধ্য আছে কি সাধারণের? সেই প্রশ্নই এখন সবার মনে। কারণ ক্রেতাদের দাবি, সবজি থেকে শুরু করে ফল, মাছ, মাংস সবকিছুই হাতের নাগালের বাইরে। বাজার গেলেই নাভিশ্বাস উঠছে তাঁদের।

বিক্রেতারা জানান, জামাই ষষ্ঠীর জন্য দাম বাড়লেও এখন তা হাতের নাগালেই রয়েছে। তবুও বাজারে নেই ক্রেতার দেখা। আমদানিও কম।

অন্যদিকে ক্রেতারা জানান, বাজারে এসে কিছুই কিনতে পারচ্ছেন না তাঁরা। দিন এনে দিন খেতে মানুষের নাজেহাল অবস্থা। আগে যা বেশি পরিমাণে নেওয়া হত, তা এখন অনেকটাই কম নেওয়া হচ্ছে। দাম না কমলে আরও সমস্যায় পড়তে হবে তাঁদের।

হাতিবাগান বাজারে আজকের বাজারদর প্রতি কেজিতে আলু ২৮ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, টমেটো ৭০ টাকা, পটল ২০ টাকা, বাঁধা কপি ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, ভেন্ডি ২০ টাকা, উচ্ছে ৪০ টাকা, ঝিঙ্গে ২০ টাকা।

অন্যদিকে মাছের দাম প্রতি কেজিতে কাতলা ৪৫০ টাকা, রুই ৩৫০ টাকা, ইলিশ ১৪০০ টাকা, চিংড়ি ৪০০ টাকা।

খাসির মাংস ৬৫০ টাকা কেজি, মুরগির মাংস কাটা প্রতি কেজি ১৯০ টাকা।

অন্যদিকে যদুবাবুর বাজারে মাছের দাম প্রতি কেজিতে চিংড়ি ৭০০ টাকা, ভেটকি ৫৮০ টাকা, পমফ্রেট ৯০০ টাকা, ইলিশ ১৫০০ টাকা, কাতলা ৪০০ টাকা, ট্যাংরা ৭০০-৮০০ টাকা, পাবদা ৫০০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা। অন্যদিকে সবজির বাজারদর প্রতি কেজিতে আলু ২৮ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, বেগুন ৫০ টাকা, টমেটো ৬৫ টাকা।


Follow us on :