ব্রেকিং নিউজ
After-a-long-fight-Babita-is-joining-the-school-of-Paresh-Adhikaris-daughter
SSC: দীর্ঘ লড়াই শেষ, পরেশ অধিকারীর মেয়ের স্কুলেই যোগ দিচ্ছেন ববিতা

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-06-27 16:06:09


দীর্ঘ ৪ বছরের লড়াই। নানা প্রতিকূল পরিস্থিতিতেও পিছিয়ে যাননি। রাজ্যের প্রভাবশালীদের বিরুদ্ধে সেই লড়াই অবশেষে শেষের পথে। চাকরিতে নিয়োগের সুপারিশপত্র হাতে পেলেন বঞ্চিত থাকা এসএসসি চাকরিপ্রার্থী ববিতা সরকার। আজ সল্টলেকের আচার্য সদনে এসে তিনি তাঁর সুপারিশপত্র হাতে নেন। তিনি মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলে শিক্ষকতা করতে চান এবং সেখানেই তাঁকে নিয়োগপত্র দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, পরেশ অধিকারীর মেয়েকে সরিয়ে বহাল করতে হবে ববিতা সরকারকে। সেইমতো আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ সুপারিশপত্র তুলে দেওয়া হয় ববিতা সরকারকে। এরপর শুধু নিয়োগপত্র পাওয়াটুকুই বাকি। তা পেলেই তিনি শিক্ষকতার চাকরিতে যোগ দেবেন, যার জন্যই তাঁর এই দীর্ঘ আন্দোলন।

তবে আর যাঁরা বঞ্চিত আছেন, তাঁদেরও খুব শীঘ্রই চাকরি দেওয়া হবে। কারণ, এতদিন সার্ভার রুম বন্ধ থাকায় কাজ এগোয়নি। এবার সার্ভার রুম খুলে দেওয়া হয়েছে। তাই আর যাঁরা বঞ্চিত আছেন, তাঁরা চাকরি খুব শীঘ্রই পাবেন, এমনটাই জানান ববিতা সরকার।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন