ব্রেকিং নিউজ
Accused-of-cheating-lakhs-of-rupees-by-hacking-credit-card-information-arrested-1
Fraud: ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে প্রতারণা, গ্রেফতার ১

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-03-11 13:22:19


ক্রেডিট কার্ডের (credit card) তথ্য হাতিয়ে নিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার (fraud) অভিযোগে গ্রেফতার এক। দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস (bidhannagar cyber crime police)।

পুলিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ২০২১ সালে ২৭ সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁর একটি ক্রেডিট কার্ড রয়েছে যার ভ্যালিডিটি ২০২৩ পর্যন্ত। তিনি ৪ ই অক্টোবর শেষবার কার্ডের বাকি টাকা চেক করে দেখেন ১৬,৯৫৮ টাকা দিতে হবে। এর কিছুদিনের মধ্যেই তাঁর কাছে ওই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দফতর থেকে বার বার ফোন আসে। এরপর তাঁকে বলা হয় তাঁর ক্রেডিট কার্ডে রিওয়ার্ড দেওয়া হয়েছে। যার জন্যে তাঁর থেকে নাম, ফোন নম্বর, জন্মের তারিখ, ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাওয়া হয়। এর কিছুদিন পর অর্থাত্ ২৬ সেপ্টেম্বর অভিযোগকারিণীর কাছে ক্রেডিট কার্ডের বিল আসে ১ লক্ষ ৭২ হাজার ৮৮৪ টাকার। ব্যাঙ্কে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন নয়ডা এবং গুরগাঁও থেকে তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছে।

এরপর ঘটনার তদন্ত শুরু করে দিল্লিতে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। সেখান থেকে এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত জ্ঞানদ্বীপ দিক্ষীতকে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে এই অপরাধে ব্যবহার করা ফোন এবং ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু উদ্ধার করে পুলিস। ঘটনার পর তাকে ইতিমধ্যেই দিল্লি থেকে ৫ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করিয়ে কলকাতা নিয়ে আসা হয় বলে জানা যায়। শুক্রবার তাকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিস তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেই পুলিস সূত্রে খবর। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তার তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন