কেন্দ্রের সেনাবাহিনীতে ৪ বছরের জন্য নিয়োগ সংক্রান্ত প্রকল্প 'অগ্নিপথ' বাতিলের দাবিতে উত্তাল বিহারের একাধিক এলাকা। এবার এরাজ্যেও তার আঁচ পড়তে শুরু করেছে। প্রতিবাদে বিভিন্ন জায়গায় জায়গায় রেল, ট্রেন অবরোধ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে অবরুদ্ধ স্থানগুলিতে। শুক্রবার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে রেল চলাচল অবরুদ্ধ করা হয়। সেই অশান্তির জেরে সরাসরি প্রভাব ট্রেন সফরে। দেশজুড়ে প্রভাব পড়েছে অন্তত ২০০টি ট্রেনে। বিক্ষোভের জেরে বাতিল করতে হয়েছে ৩৫টি ট্রেনকে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৩টি ট্রেনের। কারণ, বিভিন্ন স্টেশনে কার্যত তাণ্ডব চলছে। যার সরাসরি প্রভাব পড়েছে ট্রেন যাত্রায়। বিভিন্ন জায়গায় আটকে পড়েছে ট্রেন। নাকাল যাত্রীরা।
শনিবার পূর্ব মধ্য রেলওয়ের তরফে জানানো হয়, বাতিল হয়েছে মূলত নিম্নলিখিত ট্রেনগুলি-
১. ১৩৫৩৫ আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস
২. ১৩৫৫৩ আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস
৩. ১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস
৪. ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস
৫. ১২০২৩ হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস
৬. ১৩২৪১ বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস
৭. ১৪০০৩ মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস
৮. ২২৪০৫ ভাগলপুর-আনন্দ বিহার (টি) গরিব রথ।
বিহারের অগ্নিপথ কাণ্ডের জেরে আজও বাতিল একাধিক ট্রেন। ভোগান্তিতে যাত্রীরা।
রাঁচি শতাব্দী
ব্ল্যাক ডায়মন্ড
দ্বারভাঙা এক্সপ্রেস
জয়নগর এক্সপ্রেস
পূর্বা এক্সপ্রেস
পাশাপাশি এর জেরে উত্তেজনা ছড়িয়েছে শিয়ালদহ শাখাতেও। ট্রেন চলাচল বন্ধ ব্যারাকপুর লাইনেও।