মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করায় তৃণমূল নেতা নির্মল মাজির বক্তব্য নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এবার সরাসরি নির্মল মাজির বিরুদ্ধে মামলা করা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, নিঃশর্ত ক্ষমা চান নির্মল মাজি। না হলে তাঁর এই ধরনের বক্তব্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদা, মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টার নিবেদিতা। সাম্প্রতিক এক অনুষ্ঠানে এমনই দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, 'মা সারদা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, কালীঘাটে কালীক্ষেত্রে মনুষ্যরূপে জন্ম নেব। আমি ত্যাগ, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাব। পরিসংখ্যানে এবং সংখ্যাতাত্ত্বিক হিসেবে দেখাচ্ছে সারদা মায়ের মৃত্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা মিলে যাচ্ছে।'
তাঁর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টার নিবেদিতা, মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদা, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লোরেন্স নাইটেঙ্গেল।'
তাঁর এই ধরনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। সাধারণ মানুষও সমর্থন করেননি তাঁর এই ধরনের আলটপকা মন্তব্যকে। এবার বিষয়টি আদালতের এক্তিয়ারে চলে যেতে চলেছে।