২০ এপ্রিল, ২০২৪

Collapse: এমজি রোডে 'বিপজ্জনক' বাড়ির অংশে ধস!দড়ি-ল্যাডার দিয়ে উদ্ধার বাসিন্দা-সহ পোষ্য কুকুরও
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-16 16:10:11   Share:   

শিয়ালদা (Sealdah House Collapse) পূরবী সিনেমা হলের সামনে বাড়ির এক অংশ ধসে দুর্ঘটনা। ৩৬ নম্বর মহাত্মা গান্ধী রোডের (MG Road) ওই বাড়ির সিঁড়ির অংশ সকাল ১১টা নাগাদ হঠাৎই ধসে পড়ে। ধসে আটক একাধিক ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে। ৩টি পরিবারকে নিরাপদে সরানো হয়েছে। এক কিশোরী এবং পোষ্য কুকুর-সহ প্রত্যেকেই এখন নিরাপদ। ল্যাডার এবং দড়ির মাধ্যমে এঁদের উদ্ধার করেছে দমকল (Fire Brigade)। এখনও পর্যন্ত বাড়ি ধসে হতাহতের কোনও খবর নেই। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিস কমিশনার বিনীত গোয়েল (CP Vineet Goyal) এবং মন্ত্রী শশী পাঁজা। নিরাশ্রয় পরিবারগুলোর জন্য থাকার ব্যবস্থা করছে পুরসভা (KMC)।


জানা গিয়েছে, ২০১৬ সালে বাড়ির মালিককে 'বিপদজনক বাড়ি' হিসাবে নোটিশ ধরিয়েছিল পুরসভা। তবে পাশের বিল্ডিংয়ের নির্মাণ কাজের জন্য এই ঘটনা। এমনটাই অভিযোগ বাড়ির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, 'আমরা ভালোই ছিলাম এই বাড়িতে। পাশের বাড়িতে নির্মাণকাজের জন্য আমরা আশঙ্কা করছিলাম বাড়িটা ভেঙে পড়বে। সেই অনুমান ঠিক হল। ভূমিকম্পেও এই বাড়ির কিছু হয়নি।' প্রশাসনের উদাসীনতার দিকেও আঙুল তুলেছে স্থানীয়রা।

এমনকি এই দুর্ঘটনার পরেও দুর্ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলরের অনুপস্থিতি নিয়েই প্রশ্ন তুলছেন তাঁরা। জানা গিয়েছে, দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে নিরাপদে উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে বলে খবর। বাড়ি পরিদর্শনে এসে নগরপাল জানান, 'দমকল এবং পুলিস যথেষ্ট ভালো কাজ করেছে। দ্রুত উদ্ধার করা গিয়েছে যারা আটকেছিলেন। মোট তিনটি পরিবার এখানে বাস করতেন।'

পাশাপাশি মন্ত্রী শশী পাঁজা জানান, 'বাড়িটা পূর্ব ঘোষিত বিপজ্জনক বাড়ি। তাও নানা কারণে বাসিন্দারা বাড়ি ছাড়তে পারেননি। এখন একটা সিঁড়ি ধসে গিয়েছে। যারা বাসিন্দা ছিলেন তাঁদের নিরাপদে সরানো হয়েছে। আপাতভাবে গৃহহীনদের একটা থাকার ব্যবস্থা চলছে। সবচেয়ে বড় কথা এই দুর্ঘটনায় কোনও হতাহত নেই।'


Follow us on :