দিদির প্রেমিককে ছুরি মারলো (Stabbed to Death) ভাই। নিউ টাউন থানার (New Town PS) আদর্শ পল্লী এলাকার ঘটনা। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিস। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিস। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ টাউন থানার পুলিস। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, অভিযুক্ত রাজা রায়ের দিদির সঙ্গে অমিত মহলদারের বহুদিন ধরেই প্রেমের সম্পর্ক। তবে অভিযুক্তর দিদির বিয়ে ঠিক হয়েছে অনেকদিন। বিয়ে ঠিক হওয়ার পরেও প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখায় রোজই দিদি-ভাইয়ের মধ্যে বচসা হত। এলাকাবাসীরা আরও জানায়, বৃহস্পতিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে ভাই, দিদির প্রেমিককে বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করে। পরে অভিযুক্ত রাজা রায় দিদির প্রেমিককে বাইরে নিয়ে এসে বাকবিতন্ডা শুরু করে। পরিস্থিতি আরও জটিল হলে বছর কুড়ির রাজা রায় দিদির প্রেমিক অমিত মহলদারের ওপর অতর্কিত ছুরি দিয়ে আক্রমণ চালায়।
এরপরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অমিত মহলদার। স্থানীয়রা দেখে অমিতকে তড়িঘড়ি আরজিকর হাসপাতালে নিয়ে য়ায। তখনই সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত রাজা রায়। এক স্থানীয় জানান, রাজার পরিবার পড়শিদের সঙ্গে মিশতো না। ওদের বাড়িতে অনেকের যাতায়াত ছিল।