২০ এপ্রিল, ২০২৪

Fraud: মোবাইল টাওয়ার বসানোর নামে ২০ লক্ষের বেশি প্রতারণা, সাইবার সেলের তৎপরতায় গ্রেফতার ৭
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-06 15:24:02   Share:   

মোবাইল টাওয়ার (Mobile tower) বসানোর নামে প্রতারণার (fraud) অভিযোগে চাঞ্চল্য শহর কলকাতায়। জানা যায়, কুড়ি লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগে একবালপুর থানায় (police station) অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে একবালপুর থানার পুলিস (police)। সাইবার সেল পোর্ট ডিভিশনের অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এবং গোপন সূত্রে খবর পেয়ে, একটি বেআইনি কলসেন্টারের হদিশ পান তদন্তকারীরা। গ্রেফতার করা হয় ৭ জনকে। ধৃতদের আলিপুর আদালতে (court) তোলা হয়েছিল মঙ্গলবার।

জানা যায়, সল্টলেক এলাকায় অভিযান চালিয়ে একটি কল সেন্টার থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস। তাদের মধ্যে একজন কল সেন্টারের মালিক, বাকিরা ম্যানেজার টিম লিডার সহ মোট ৭ জন গ্রেফতার। উদ্ধার হয় প্রচুর এন্ড্রয়েড মোবাইল এবং কিপ্যাড ফোন। এছাড়াও প্রচুর সিম কার্ড, এটিএম কার্ড ও ল্যাপটপ।


Follow us on :