গত দু'বছর করোনার (Corona) জন্য দর্শকশূন্য ছিল রেড রোড। এবার দর্শক (Visitor) নিয়ে পালিত হবে রেড রোডে ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান (Independence Day Programme)। তাই এবার থাকছে বাড়তি নিরাপত্তা (Security)। বারোশো পুলিসকর্মী মোতায়েন থাকবে গোটা চত্বরে। থাকবে কুইক রেসপন্স টিম।
রেড রোডে থাকবে ছটি ওয়াচ টাওয়ার। তিন জায়গায় বালির বস্তার বাঙ্কারে থাকবে কমান্ডো বাহিনী। যে বারোশো পুলিস কর্মী মোতায়েন থাকবে গোটা চত্বরে, তাদের পরিচালনার দায়িত্বে থাকবেন ছজন যুগ্ম পুলিশ কমিশনার। সারা শহরে নিরাপত্তার দায়িত্বে থাকবে মোট তিন হাজার পুলিসকর্মী। রেড রোড চত্বরে থাকবে তিনটি কুইক রেসপন্স টিম। থাকবে নটি টহলদারি ভ্যান। মেট্রো স্টেশনগুলিতেও থাকবে বাড়তি নিরাপত্তা, সাথে মোতায়েন থাকবে অতিরিক্ত বাহিনী।
রেড রোড সংলগ্ন চত্বর মোট ১৪ টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার। পুরো রেড রোড চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভিতে। গোটা শহরে ২৩ টি জায়গায় থাকবে নাকা তল্লাশির ব্যবস্থা।