রাজ্য মন্ত্রিসভায় (Cabinet) রদবদল হচ্ছে। নতুন ৫-৬ জন মন্ত্রীকে (Minister) আনা হবে মন্ত্রিসভায়। সরানো হতে পারে ৩-৪ জন মন্ত্রিকে। তাঁদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দলের কাজে লাগানো হবে বলে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। আগামী বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল (Resuffle) হবে বলে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এদিন রাজ্যে আরও ৭টি নতুন জেলার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাট, বহরমপুর, কান্দি, বসিরহাট, সুন্দরবন, বিষ্ণুপুর এবং বনগাঁ ও বাগদা মিলিয়ে ইছামতীকে নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, ইডির হাতে এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই প্রশ্ন উঠেছিল, এখনও কেন তাঁকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। শুধু বিরোধী দলগুলিই নয়, শাসকদল তৃণমূলের ভিতরেও তা নিয়ে নানা চর্চা চলছিল। তারপরই মন্ত্রিত্ব থেকে অপসারিত হন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর হাত থেকে চারটি দফতর নিয়ে নেওয়া হয়। মুখ্যসচিবের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্থর হাতে থাকা দফতরগুলি নিয়ে নেওয়া হচ্ছে। পরে মুখ্যমন্ত্রী জানান, নতুন মন্ত্রী না হওয়া পর্যন্ত দফতরগুলি তাঁর হাতেই থাকবে।
গত কদিন ধরেই জল্পনা চলছিল, মন্ত্রিসভায় রদবদল হবে। অবশেষে মুখ্যমন্ত্রী নিজেই সেই ঘোষণা করলেন।