LATEST NEWS
29 May, 2023

LakeTown: জাল নথিতে ২ কোটি ঋণ, গ্রেফতার ব্যবসায়ী
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৪-১৬ ১৩:৩৯:৫৮   Share:   

কোম্পানির নাম করে নকল কাগজ তৈরি। আর সেই কাগজকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার (Fraud) অভিযোগে পুলিসের জালে এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীকে শুক্রবার রাতে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিস (Laketown police station)। ধৃতের নাম রাজীব চিটলাঙ্গিয়া। লেকটাউনের বাসিন্দা ওই ব্যবসায়ীর অফিস কলকাতার (Kolkata) ক্যানিং স্ট্রিটে।

পুলিস সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসে একটি বেসরকারি ব্যাঙ্কের আঞ্চলিক ম্যানেজার প্রদীপ্ত বিশ্বাস লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ২০১৬ সালে চিটলাঙ্গিয়া ট্রেডিং কর্পোরেশন নামে এক ব্যবসায়ী সংস্থার মালিক রাজীব চিটলাঙ্গিয়া ব্যাঙ্ক থেকে দুই কোটি টাকা ঋণ নেন। এরপর দীর্ঘদিন হয়ে গেলেও ঋণের টাকা ফেরত দেননি ওই ব্যবসায়ী। তখনই ঋণ নেওয়ার সময় জমা দেওয়া সমস্ত নথি খতিয়ে দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ। ব্যবসায়ী যে কাগজপত্র জমা দিয়েছিলেন, তা সব নকল। এরপরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

Ad code goes here

সেই অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ীকে শুক্রবার রাতে তাঁর লেকটাউনের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিস। আজ, শনিবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হয়। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা জানার জন্য তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিস।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :