একের পর এক প্রতারণার (Fraud) ঘটনা নজরে আসছে সল্টলেক (Salt Lake) এবং নিউটাউনকে (New Town) ঘিরে। এবার কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি (Job) দেওয়ার নাম করে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। এই ঘটনায় জ্যোতির্ময়ী দিন্দা নামে এক অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করল বিধাননগর পূর্ব থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, ২৫ এপ্রিল রামনগরের বাসিন্দা সুশান্ত দাস বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানান, জ্যোতির্ময়ী দিন্দা তাঁর দুই ছেলেকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে ১৫ লক্ষ টাকা নেয়। তবে অনেকদিন পেরিয়ে গেলেও প্রতিশ্রুতিমতো কোনওরকম চাকরি দেওয়া হয়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর পূর্ব থানার (Bidhannagar East PS) দারস্থ হন তিনি। গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
আজ তাকে বিধাননগর আদালতে (Court) তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে (Police Custody) নেওয়ার আবেদন জানাবে বলে পুলিস সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, তার তদন্ত করবে বিধাননগর পূর্ব থানার পুলিস।