LATEST NEWS
28 May, 2023

DA: ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের আন্দোলনকে সমর্থন, নবান্ন থেকে বদলি ১০ কর্মী
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-২৫ ১৯:৫৯:৫০   Share:   

ডিএ-এর দাবিতে যৌথ মঞ্চের (DA Agitation) আন্দোলনকে সমর্থন করায় নবান্ন (Nabanna) থেকে বদলি ১০ কর্মী। শুক্রবার নবান্ন যে নির্দেশিকা (Notice) জারি করেছে, তাতে দশজনের নাম আপাতত পাওয়া গিয়েছে। তাঁরা সকলেই গত দশ মার্চ প্রশাসনিক ধর্মঘটকে নেতৃত্ব দিয়েছিলেন। সেদিনের মধ্যে প্রায় সবাই যৌথ মঞ্চের শহীদ মিনার ছাউনিতে সশরীরে উপস্থিত ছিলেন। খুব সম্ভবত কোনও ভিডিও ক্লিপ দেখে এদের চিহ্নিত করে, পরে তথ্য জোগাড় করে, ধরে ধরে বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি যৌথ মঞ্চের।

নবান্ন থেকে ১০ জন সরকারি আধিকারিক ডিএ আন্দোলনে যোগ দেওয়ার ফলে বদলির নির্দেশ শাসক দলের প্রতিহিংসা চরিতার্থ। এমনটাই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। রাজ্য সরকারের এই প্রতিহিংসাপরায়ণ আচরেনের প্রতিবাদে, আদালতে গিয়ে আইনিভাবে মোকাবিলা করার হুশিয়ারি আন্দোলনকারীদের।

Ad code goes here

এ প্রসঙ্গে আরও জানিয়ে রাখা ভালো, সংগ্রামী যৌথ মঞ্চের অনশনের আজ ৪৪ দিন ছিল। অবস্থান বিক্ষোভ চলছে ৫৮ দিন। দীর্ঘদিন ধরে অনশন করতে করতে বহু অনশনকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। বহু অনশনকারী গুরুতরভাবে অসুস্থ। তাই এবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে অনশন প্রত্যাহার করা হয়েছে। শনিবার ডাবের জল খেয়ে অনশনভঙ্গ করলেন ভাস্কর ঘোষ এবং বিপুল রায়। শনিবার ভাস্কর ঘোষ বলেন, 'বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, লিভারের সমস্যা হয়। আমিও ৪২ দিনের মাথায় অনশন ভেঙেছি।' এদিন অনশনভঙ্গের পর তাপস সিংহ প্রতীকী বাঁশি বাজালেন।

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Follow us on :