কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড। বানতলার নূরতলা এলাকা। কলকাতার মধ্যেই এমন একটি জায়গা রয়েছে, যেখানে নয় নয় করে দীর্ঘ ৫০ বছর বিদ্যুত্ ছিল না। ভাবা যায়! ২২ থেকে ২৩ বছর আগে বিদ্যুত্ এসেছিল, তাও পাশের গ্রামে। তারপর থেকে গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা নেতা-মন্ত্রীদের কাছে আবেদন জানিয়ে এসেছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি। দিচ্ছি-দিচ্ছি, দেবো-দেবোর মতো আশ্বাসবাণীই শুনে গিয়েছেন। ল্যাম্প, হ্যারিকেন, লম্ফ-র আলোই ছিল ভরসা। অনেকে এমনও আছে, যারা জীবনের সিংহভাগ পড়াশোনাটাই সেরে ফেলেছে ল্যাম্পপোস্টের আলোতে। বর্তমানে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ এসে আশ্বাস দিলেন, বিদ্যুতের ব্যবস্থা করে দেবেন। সেই আশ্বাসবাণী অবশ্য এবার সত্যি হল। গ্রামে আলো এসেছে। তাই স্বাভাবিকভাবেই খুশির হাওয়া।
আগের সেই ভয়াবহ এবং দুঃসহ অভিজ্ঞতার কথা শোনালেন গ্রামেরই এক গৃহবধূ।
বিয়ে হয়ে এই গ্রামে এসেছেন, তা যে কত বছর হয়ে গেল, তার কোনও হিসাব নেই। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর থেকেই চারদিকে শুধুই অন্ধকারই দেখে এসেছেন। জীবনের শেষবেলায় এসে আলো দেখছেন। তাতে যেমন কিছুটা খুশি, তারচেয়েও বেশি মনে হল ক্ষোভ পড়ছে ঝরে।