গতকাল বেলঘরিয়া (Belghoria) যতীনদাস নগরে নেশামুক্তি কেন্দ্রে কেষ্টপুরের বাসিন্দা যুবক সুমন সর্দারের মৃত্যুর ঘটনায় ছজনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিস (belghoria police station)। পুলিস সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে নেশামুক্তি কেন্দ্রটি যেই বাড়িতে চলত, সেই বাড়ির মালিক সুশান্ত সরকার সহ ছজন। গতকাল ঘটনার পরেই এই ছজনকে আটক করে পুলিস। এরপরে জিজ্ঞাসাবাদ চালিয়ে বয়ানে অসঙ্গতি মেলায় তাদের গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিস। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, গতকাল যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এই কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতি। নেশামুক্তি কেন্দ্রে রোগীকে চিকিত্সা না করে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠে চিকিত্সকের বিরুদ্ধে। বেলঘরিয়ার ৫ নম্বর যতীন দাস নগর এলাকার ঘটনা। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ সাধারণ মানুষজন সহ রোগীর পরিবার। খবর পেয়েই ওই নেশামুক্তি কেন্দ্রের চারপাশে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। নেশামুক্তি কেন্দ্রের দরজা ভাঙার পাশাপাশি ভাঙচুর চলে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতেও। ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিস।