যুদ্ধদীর্ণ ইউক্রেনের (Russia invades Ukraine) লেভিভ শহর ঘুরে দেখলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie)। প্রায় দু'মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি মানুষ উদ্বাস্তু (refugee crisis) হয়েছেন। গোটা দেশের মোট জনসংখ্যার ৩০% মানুষ ছিন্নমূল অবস্থায় ত্রাণশিবির বা পড়শি একাধিক দেশে আশ্রয় নিয়েছেন। লেভিভ (Lviv City) শহরেও তৈরি হয়েছে একটা ত্রাণশিবির। যেখানে সারা দেশের গৃহহীন মানুষরা রেলওয়ে স্টেশন এবং বেকারি, ক্যাফেতে আশ্রয় নিয়েছেন।
রাষ্ট্রপুঞ্জের বিশেষ দূত হিসেবে সেই জায়গাগুলি ঘুরে দেখলেন জোলি। তিনি বিভিন্ন সংস্থার তরফে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন। জোলিকে কর্মরত স্বেচ্ছাসেবকরা বলেন, 'প্রতিদিন একজন মনস্তত্ববিদ ১৫ জনের সঙ্গে কথা বলছেন। শহরের স্টেশনগুলোতে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের মধ্যে বেশিরভাগই শিশু-কিশোর।
🆕📹 Ain't this the sweetest thing you will see?! #AngelinaJolie has that charm with the kids 😍
— Tres 🥉 (@Dagger_Knox) April 30, 2022
Lviv, Ukraine pic.twitter.com/R0B1CGcyB7
জোলি জানান, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুমন। যে ক্ষত সারতে বহুদিন লেগে যায়। এই সফরে তিনি ইউক্রেনীয় শিশুদের সঙ্গে ছবিও তোলেন। গত মার্চে যুদ্ধ বিধস্ত ইয়েমেন গিয়েও একইভাবে উদ্বাস্তু, সর্বহারা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেত্রী।