মৎস্য-বৃষ্টি কী কোনও দিন দেখেছেন? যদি দেখে না থাকেন শুনে তো নিশ্চয় থাকবেন। বাস্তবে শোনার কথা বলছি না। ঠাকুরমাদের মুখে রূপকথার গল্প শোনার সময় কম-বেশি সকলেই তো মাছের বৃষ্টির গল্প একবার হলেও শুনেছেন। এবার বাস্তবে ঘটল এমন অবিশ্বাস্য মাছ-বৃষ্টি। যা এখন নেটপাড়ার আলোচনার অন্যতম হটটপিক।
সম্প্রতি আমেরিকার টেক্সাসের টেক্সারকানা শহরের বাসিন্দা সোশ্যাল মাধ্যামে একটি ছবি ও একটি লম্বা লেখা পোস্ট করে। যা ইতিমধ্যে কয়েক লক্ষ ভিউ হয়ে গিয়েছে। শেয়ার হয়েছে অগুণতি। কমেন্ট বক্সে ভরে গেছে প্রশ্ন। সকলেই এমন কাণ্ডে তাজ্জব বনে গেছেন একপ্রকার।
ওই বাসিন্দা লেখেন, গত ৩০ ডিসেম্বর, বুধবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ টেক্সারকানা শহরে শুরু হয় আকাশভাঙা বৃষ্টি। কিছুক্ষণ পর হঠাৎ করেই বিকট শুনে বাড়ির বাইরে বেরোতেই চক্ষু চড়কগাছ। তিনি দেখেন বৃষ্টির সঙ্গে আকাশ থেকে পড়ছে মাছ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি। প্রথমে অবাক হয়ে যায়। পড়ে কিছুটা মাছ কুড়িয়ে বাড়িও নিয়ে যান তিনি।
এরপরই ওঠে সোশ্যাল মিডিয়ায় ঝড়। একে একে টেক্সাসের অনেকেই এই ঘটনা সত্যি বলে জানান। আবাব্র অনেকে ভিডিও পোস্ট করেন। উল্লেখ্য, ন্যাশনাল জিওগ্রাফির পাশাপাশি টেক্সাসের স্থানীয় প্রশাসনের তরফেও এই ঘটনার কথা স্বীকার করে নেন।
এর পিছনে বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। কী বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, মাটির মধ্যে যখন কোনো ছোট ঘূর্ণি তৈরি হয়, তখন তা মাটির সঙ্গে থাকা কিংবা জলের ওপরে থাকা ছোট ছোট মাছ, ব্যাঙ, কাঁকাড়াকে ওরের দিকে তুলে দেয়। তখনই তা বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে। আর তেমনটাই ঘটেছে আমেরিকার টেক্সাস শহরে।
তবে যতই এই ঘটনার সঙ্গে বিজ্ঞান থাকুক না কেন, এ যে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তা বলাই বাহুল্য।