সঙ্কটদীর্ণ শ্রীলঙ্কাকে (Srilanka Crisis) সাহায্যের জন্য ভারতের ভূয়সী প্রশংসা করলেন দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সাম্প্রতিক কোয়াড (Quad) বৈঠকে শ্রীলঙ্কাকে সাহায্যের জন্য একটি কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দেয় ভারত-জাপান। এই প্রস্তাব রাখার জন্য দুই দেশকেই কৃতজ্ঞতা জানান রনিল (Ranil Wicremesinghe)। এক টুইট বার্তায় তিনি জানান, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে তাঁর কথা হয়েছে। এই কঠিন সময়ে ভারত যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য আমি দেশবাসীর তরফ থেকে কৃতজ্ঞ। আমি সম্পর্ককে আরও জোরদার করার অপেক্ষায় আছি।
প্রসঙ্গত, টোকিও কোয়াড সম্মেলন চলাকালীন বৈঠকে বসেন মোদী-কিশিদা। সেই বৈঠকে সঙ্কট-বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে থাকতে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে দু’দেশ।
এদিকে, চলতি মাসেই ভারত, জাপান এবং আমেরিকা-সহ কোয়াডের চার সদস্যভুক্ত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন বিক্রমাসিংহে সরকারের প্রতিনিধিরা। তারপর এই সহায়তা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছর জানুয়ারিতে ঋণ হিসাবে ৩৫০ কোটি টাকা সাহায্য করেছে ভারত। এছাড়া জ্বালানি তেল কেনার জন্য ঋণ এবং ওযুধ দিয়ে ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে।