মঙ্গলবার দিনের ব্যস্ত সময়ে ব্রুকলিন স্টেশনে বন্দুকবাজের তাণ্ডব। ধারাবাহিক গুলি চালনার ঘটনায় জখম অন্তত ১৩। সময়ের সঙ্গেই বাড়তে পারে জখমের সংখ্যা। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক দমকল বিভাগ। এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সেই ছবি দেখেই স্পষ্ট কীভাবে এদিন দিনের শুরুতেই রক্ত ঝরেছে ব্রুকলিন স্টেশনে। নিউ ইয়র্ক পুলিস সূত্রে খবর, ৩৬ স্ট্রিট এবং ৪ অ্যাভেনিউ এলাকায় সক্রিয় রয়েছে সেই বন্দুকবাজ। তাই ব্রুকলিন স্টেশন লাগোয়া ওই দুই এলাকা এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে পুলিস।
In regard to the multiple people shot at the 36th Street subway station in Brooklyn, there are NO active explosive devices at this time. Any witnesses are asked to call @NYPDTips at #800577TIPS. Please stay clear of the area. More provided information when available. pic.twitter.com/8UoiCAXemB
— NYPD NEWS (@NYPDnews) April 12, 2022
তবে স্টেশন এলাকায় নিস্ক্রিয় বিস্ফোরক উদ্ধার হয়েছে। এদিন ট্যুইট করে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিস ডিপার্টমেন্ট। জানা গিয়েছে, মার্কিন সময় সকাল সাড়ে ৮টায় বন্দুকবাজের হামলা হলেও, নিরাপত্তাজনিত কারণে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। এলাকায় সন্দেহভাজনের গতিবিধি নজরে পড়লেই নিউ ইয়র্ক পুলিসকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রুকলিন স্টেশনে গুলি চালনার পর রক্তের সঙ্গে সঙ্গেই ধোঁয়ার ছবিও দেখা গিয়েছে। তবে ঠিক কী কারণে সেই ধোঁয়া? এখনও স্পষ্ট করে বলতে পারেনি তদন্তকারীরা।
নিউ ইয়র্ক পুলিস সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় ৯১১-তে প্রথম ফোন আসে এদিন সকাল ৮টা ২৭ নাগাদ। এদিকে, চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট বন্দুক নিয়ন্ত্রণ আইন আরও কড়া করার বার্তা দিয়েছেন। বর্তমান বিধিতে একাধিক বন্দুকবাজের পরিচয় ভুয়ো। ফলে, গোটা দেশে সঠিক কারণে কতজন বন্দুক রাখছেন, সেই তথ্য নেই সরকারের কাছে। তাই বিধি কড়া করে বন্দুক নিয়ন্ত্রণ করতে চাইছে বাইডেন সরকার। আর সেই ঘোষণার পরেই ব্রুকলিন স্টেশনে বন্দুকবাজের হামলা।