বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রসংঘের মহাসচিব (UN Chief Visits Ukraine) আন্তোনিয়ো গুতেরেস কিয়েভ নামতেই রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে (Russia invades Ukraine)। কিয়েভের পশ্চিম অংশের এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি প্রশাসন। এমনটাই জানান শহরের মেয়র ভিটালি ক্লিটসকো (Kiyev)। একইভাবে গুতেরেসের সফর চলাকালীন রুশ ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ ট্যুইট করেন ইউক্রেন প্রেসিডেন্ট ঘনিষ্ঠ মিখাইলো পোডোলিয়াক।
জানা গিয়েছে, কিয়েভের অদূরে শেভচেনকোভস্কি জেলায় জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলেও নিরাপদে রয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। যদিও চলতি সপ্তাহেই রুশ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন গুতেরেস। যুদ্ধক্ষেত্রে থেকে নিরীহদের উদ্ধার এবং ওষুধ, ত্রাণ সামগ্রি পৌঁছে দিতে পুতিনের কাছে আবেদন জানান তিনি। রাষ্ট্র সংঘের মধ্যস্থতায় এই মানবিক কাজকে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এমনটাই রাষ্ট্র সংঘকে উদ্ধৃত করে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
রুশ সফরের পরেই পোল্যান্ড হয়ে ইউক্রেনে ঢোকেন গুতেরেস। ট্যুইটে তিনি জানান,মস্কো সফর সেরে ইউক্রেনে পৌঁছেছি। সাধারণ মানুষের কাছে ত্রাণসামগ্রি পৌঁছে দেওয়া, তাঁদের নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করে আনা। এসবই আমরা চালিয়ে যাব। যত তাড়াতাড়ি যুদ্ধ থামে, ইউক্রেনের জন্য, রাশিয়ার জন্য এবং সর্বোপরি পৃথিবীর জন্য ততই মঙ্গল।