করোনা মহামারীর সংক্রমণ, লকডাউন সব কিছু মিলিয়ে ঘরবন্দি দশার সৃষ্টি হয়েছিল গোটা বিশ্ব জুড়ে। বন্দিদশা থেকে মুক্তি পেতে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ভ্রমণপিপাসুরা বেরিয়ে পড়েছেন কোথাও না কোথাও। কেউ পাহাড়, তো আবার কেউ সমুদ্র। মনের শান্তি খুঁজতে খুঁজে বেরিয়েছেন মনোরম স্থান।
আর সেই শান্তি খোঁজাটাই কাল হয়ে দাঁড়িয়েছে কিছু ভ্রমণপ্রিয়র। সম্প্রতি একটি ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিও দেখার পরই কার্যত চমকে উঠছেন নেটাগরিকরা। বিপদ যে বলে-কয়ে আসে না, তার জ্বলন্ত প্রমাণ এই ভিডিওটি।
ভিডিওতে দেখা যাচ্ছে ভয়ানক দৃশ্য। প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে পাহাড়ি ঝরনার পাশ দিয়ে মোটরচালিত বোটে করে ঘুরছিলেন পর্যটকরা। বেশ কয়েকটি নৌকা সেখানে ছিল। সকলের হাতেই ক্যামেরা, মোবাইল ফোন। সকলেই এই মনোরম দৃশ্যকে ক্যামেরাবন্দি করে রাখছিলেন। ঠিক সেই সময় আচমকা তাঁদের মাথার উপর ভেঙে পড়ল পাহাড়ের অনেকটা অংশ। শিউরে ওঠা এই ভিডিও ভাইরাল নেটপাড়ায়।
URGENTE!!! Pedras se soltam de cânion em Capitólio, em Minas, e atingem três lanchas. pic.twitter.com/784wN6HbFy
— O Tempo (@otempo) January 8, 2022
ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সুর মিনাসে। জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। গুরুতর জখম ৯ জন। নৌকায় থাকা অনেক যাত্রী এখনও নিখোঁজ। আহতদের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে খবর হাসপাতাল সূত্রে। ব্রাজিলের সুর মিনাস হ্রদটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। পাহাড়ের গা বেয়ে ঝরনা, গুহা। যা সকলের আকর্ষণের মূল জায়গা।