ক্যান্সার চিকিৎসার অস্ত্রোপচার স্বার্থে সাময়িক ক্ষমতার হস্তান্তর করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। দেশের নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পেত্রোসেভ হতে পারেন দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট সূত্রে এমনটাই খবর। এদিকে, সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চিকিৎসক রুশ প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন, অবশ্যই তাঁর অস্ত্রোপচার (Cancer treatment) প্রয়োজন।
তবে অস্ত্রোপচারের পরেই রুশ প্রেসিডেন্টের সুস্থ হতে বেশি সময় লাগবে না। এমনটাই এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর। জানা গিয়েছে, শুধু ক্যান্সার নয়, রুশ প্রেসিডেন্ট পার্কিনসনের মতো গুরুতর অসুখে ভুগছেন।
সম্প্রতি ক্ষমতা হস্তান্তর নিয়ে পেত্রোসেভের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে পুতিনের। সেই বৈঠকে ঠিক হয়েছে, অস্ত্রোপচারের পর পুতিনের শারীরিক অবস্থা গুরুতর হলে তাঁর আস্থাভাজন পেত্রোশেভ সামলাবেন দেশের দায়িত্ব।
পশ্চিমী দেশগুলোর একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুতিনের চেয়েও নিকৃষ্ট এবং চতুর পেত্রোশেভ। পুতিনের জায়গায় পেত্রোশেভ ক্ষমতা দখল করলে পূর্ব ইউরোপের সমস্যা আরও বাড়বে।