দ্বীপরাষ্ট্রের মতোই কি এবার আর্থিক সঙ্কটের মুখে পাকিস্তান? সম্প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ ঘোষণা করেছে পাক সরকার। এবার জ্বালানি তেল থেকে ভর্তুকি তুলে নিল ইসলামাবাদ। ফলে বৃহস্পতিবার থেকে অনেক দাম বেড়ে পাকিস্তানে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ২৩৩. ৮৯ টাকা দরে। ডিজেল ২৬৩. ৩১ টাকায়। পাশাপাশি কেরোসিন তেলের দাম ছুঁয়েছে ২১১ টাকা ৪৩ পয়সা।
এদিন পাকিস্তানের অর্থমন্ত্রী এবং পেট্রোলিয়াম মন্ত্রী মুসাদ্দাক মালিক এই দামবৃদ্ধির ঘোষণা করেছেন। তাঁরা জানান, ইমরান খান সরকার ভর্তুকির অযথা ভার সরকারের কাঁধে দিয়ে জ্বালানির দাম কমিয়েছিল। কিন্তু বর্তমান সরকার আর সেই ভার বইতে পারছে না।
অর্থমন্ত্রী জানান, পাকিস্তানের কেন্দ্রীয় কোষাগার লিটার প্রতি পেট্রলে ২৪ টাকা ৩ পয়সা, ডিজেলে ৫৯ টাকা ১৬ পয়সা, কেরোসিনে ৩৯ টাকা ৪৯ পয়সা এবং লাইট ডিজেল অয়েলে ৩৯ টাকা ১৬ পয়সা ক্ষতি স্বীকার করছে। গত মাসে এই ক্ষতির পরিমাণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা। যেখানে সরকার চালাতে এর তিন ভাগের এক ভাগ খরচ হয়। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা জ্বালানির দাম বাড়লে অন্য দ্রব্যেরও দাম বাড়বে দ্রুত।