সংসদে আস্থা ভোটের (NO Trust Vote) আগে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। সেই ভাষণেই তাঁর সরকারকে ফেলার জন্য বিদেশি শক্তির মদত রয়েছে, এমন অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী (Pak Prime Minister)। এমনকি, ভারতের স্বাধীন বিদেশ নীতির ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ইমরানের (Imran Khan) কণ্ঠে।
শুক্রবার রাতের ভাষণে ইমরান বলেন, 'আমি সুপ্রিম কোর্টের রায়ে মর্মাহত। যুব সম্প্রদায় পাকিস্তানের ভবিষ্যৎ। কিন্তু তারাই যখন দেখবে, রাজনীতিবিদরা নীতি বিসর্জন দিচ্ছেন, তখন কী বার্তা যাবে? ঘোড়া কেনাবেচা চলছে, ভেড়ার মতো বিধায়ক বিক্রি হচ্ছে। যেভাবে সাংসদদের বিকিকিনি চলছে, ব্যানানা রিপাবলিকে বিশ্বাসী দেশেও দেখা যায় না। আমাদের কাছে খবর আছে মার্কিন কূটনীতিবিদ শাসক জোটের অনেকের সঙ্গে দেখা করেছেন। তারপরেই গোটা চিত্রটা স্পষ্ট হয়েছে।'
তাঁর প্রশ্ন, 'আমি জানতে চাই পাকিস্তানের জনগণ কী চায়? ওরা কি ক্রীতদাস হিসেবে থাকতে চায়? আপনাদের দেশের সার্বভৌমত্ব এখন আপনাদের হাতে। সেটা আপনারাই রক্ষা করবেন।' পড়শি ভারতের প্রশংসা করে ইমরান খান বলেছেন, 'ভারত গর্বিত একটা দেশ। কোনও বিশ্বশক্তি ওদের শর্ত আরোপ করে নিয়ন্ত্রণ করতে পারে না।'