শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা। আর্থিক সংকটে শ্রীলঙ্কায় গণবিক্ষোভ। পরিস্থিতি অগ্নিগর্ভ। উদ্ভুত পরিস্থিতিতে আগামী ২০ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। সোমবার শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা এক বিবৃতিতে একথা জানান। শুক্রবার ফের পার্লামেন্ট আহ্বান করা হবে এবং পাঁচ দিন পরে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট ।
শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আনুষ্ঠানিকভাবে নিজের পদ থেকে এখনও ইস্তফা দেননি। সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, আগামী ১৩ জুলাই তিনি ইস্তফা দেবেন । তারপর ১৫ জুলাই থেকে শ্রীলঙ্কার সংসদ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি নির্বানের মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ১৯ জুলাই। ২০ তারিখ নির্বাচিত হবেন সেদেশের নয়া প্রেসিডেন্ট। এই আবহেই শুরু রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি।
প্রসঙ্গত, রাজধানী কলম্বোতে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। তাঁর প্রাসাদোপম সরকারি বাসভবনের দখল নেয় সাধারণ মানুষ৷ এছাড়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেয় সেদেশের ক্ষিপ্ত জনতা। পরিস্থিতি ক্রমশঃ জটিল আকার নেয় শ্রীলঙ্কায়।
শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা বিবৃতিতে আরও জানিয়েছেন, সংবিধান অনুযায়ী একটি নতুন সর্বদলীয় সরকার নিশ্চিত করার জন্য এটি অপরিহার্য। দলীয় নেতাদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ক্ষমতাসীন দল বলেছে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সর্বদলীয় সরকার নিয়োগের জন্য পদত্যাগ করতে প্রস্তুত। তারপরেই শুরু রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোর।
দেশ জুড়ে সংকট শ্রীলঙ্কায়। বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী কিনতে বেগ পেতে হচ্ছে সেদেশের নাগরিকদের। লোডশেডিং, জ্বালানির অভাব, তুমুল মূল্যস্ফীতিতে জেরবার সাধারণ মানুষ। রাষ্ট্রপতি নির্বাচনের দিন স্থির হওয়ায় আগামী রাষ্ট্রপতি কে হন, দেশে স্থিতাবস্থা ফেরে কীনা তার অপেক্ষায় গোটা দেশবাসী।