LATEST NEWS
29 May, 2023

Durgapujo: ইউনেস্কোর হেরিটেজ তালিকায় কলকাতার দুর্গাপুজো
CN Webdesk      শেষ আপডেট: ২০২১-১২-১৬ ১১:২৮:৫৩   Share:   

বাংলার মুকুটে নয়া পালক। কলকাতার দুর্গাপুজোকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিল জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। বুধবার ইউনেস্কো মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে।

সাধারণত সেপ্টেম্বর এবং অক্টোবরে চারদিন ধরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ। তবে বর্তমানে মহালয়াতেই দেবী দুর্গার আরাধনা শুরু হয়ে যায়। মানুষ দ্বিতীয়া কিংবা তৃতীয়া থেকেই প্যান্ডেল হপিং-এ বেরিয়ে পড়েন। 

Ad code goes here

১৩ থেকে ১৮ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত আন্তঃসরকার কমিটির ১৬ তম অধিবেশনের দ্বিতীয় দিনে কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনেস্কোর ওয়েবসাইটে বলা হয়েছে, এই উৎসব কারও ঘরে আসাকেও বোঝায় কিংবা মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনও বোঝায়।

Ad code goes here

Ad code goes here

ইউনেস্কো প্রতি বছরই বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিল্পকলাকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় নিযুক্ত করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে কেন্দ্রের কাছে দুর্গাপুজোর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছিলেন। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রাণালয়ের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগে। সেই আবেদনের মূল্যায়নের ভিত্তিতে এবছর ১৫ ডিসেম্বর, বুধবার প্যারিসে ইউনেস্কোর কমিটির বৈঠকে কলকাতার দুর্গাপুজোকে ঐতিহ্যের মর্যাদার স্বীকৃতি দেওয়া হয়।

Ad code goes here

ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, 'বাংলার জন্য গর্বের বিষয়। দুর্গাপূজা কেবল একটি উৎসব নয়, বাঙালিদের কাছে এটি একটি আবেগ। আর এখন সেই দুর্গাপূজা বিশ্বের দরবারে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় যুক্ত হল।'

Ad code goes here

Ad code goes here

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় টুইট করে লিখেছেন, 'প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের বিষয়। দুর্গাপূজা আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপূজার অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিত।' 

Ad code goes here

Ad code goes here

 প্রসঙ্গত, ২০১০ সালে ছৌ, কালবেলিয়া এবং মুদিয়েত্তুকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। ২০১৩ সালে মণিপুরের সংকীর্তনকে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ২০১৪ সালে পঞ্জাবের পিতল ও তামার কারুকাজ স্বীকৃতি পায়। ২০১৬ সালে ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছিল যোগচর্চা। ২০১৭ সালে কুম্ভ মেলা এই তালিকায় যুক্ত হয়। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, বলভিয়ার মতো দেশগুলির উৎসব ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি পেয়েছিল। এবার এই তালিকায় পশ্চিমবঙ্গের দুর্গোৎসব।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :