কাবুলের গুরুদ্বারে বিস্ফোরণ এবং গুলি চালনার ঘটনার দায় নিল আইএস জঙ্গিগোষ্ঠী। এই হামলা আদতে নূপুর শর্মার বিতর্ক প্রেক্ষিতে সংগঠিত। এমনটাই জানিয়েছে মধ্য এশিয়ার এই জঙ্গি সংগঠন। সম্প্রতি সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নুপূর শর্মার মন্তব্যে দেশ তথা বিদেশ থেকেও সমালোচনার ঝড় উঠেছে। আরব গোষ্ঠীভুক্ত একাধিক দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে নিন্দা করেছে নেত্রীর মন্তব্যকে।
এ বার ওই মন্তব্যকেই কাবুলের গুরুদ্বারে হামলা চালানোর কারণ বলে দাবি আইএস জঙ্গিদের। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আইএস-র প্রচারমূলক ওয়েবসাইট ‘আমাক’-এ ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন। তাদের দাবি, এই হামলার লক্ষে ছিলেন হিন্দু, শিখ ধর্মাবলম্বী এবং তাঁদের সহযোগীরা।
এমনকি হামলার বিশদ বিবরণ জানানো হয়েছে ওয়েবসাইটে। তারা লিখেছে, এক যোদ্ধা কাবুলের হিন্দু এবং শিখ মন্দিরের রক্ষীদের হত্যা করে ভিতরে ঢুকে একের পর এক গ্রেনেড হামলা চালিয়েছে। মেশিনগানও ব্যবহার করে মন্দির চত্বরে গুলিও চালিয়েছে। শনিবারের ওই হামলায় দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন সাতজন।