পাক অধিকৃত কাশ্মীরে (POK) মার্কিন সাংসদের সাম্প্রতিক সফরকে নিন্দার সুরে বিঁধেছে ভারত (MEA)। এবার সেই নিন্দার গুরুত্ব বিচার করে বিবৃতি দিল বাইডেন প্রশাসন। এক কর্তা জানান, ইউএস কংগ্রেস-ওম্যান (Congress Man) ইলহান ওমরের পিওকে সফর সম্পূর্ণ বেসরকারি এবং ব্যক্তিগত। এই সফরের সঙ্গে বাইডেন সরকারের (Biden Government) বিদেশ নীতির কোনও সম্পর্ক নেই। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীর গিয়ে সদ্য অপসারিত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেন মার্কিন সাংসদ ইলহান ওমর।
সেই সফরকে বৃহস্পতিবারই তীব্র নিন্দায় বিঁধেছে ভারতের বিদেশ মন্ত্রক। মার্কিন সাংসদের এই সফর ভারতের অখণ্ডতা এবং অবিচ্ছেদ্যতাকে লঙ্ঘিত করেছে। এই অবস্থান সংকীর্ণ রাজনীতির বহিঃপ্রকাশ।
ডেমোক্র্যাটের এই কংগ্রেসওম্যান ২০ এপ্রিল থেকে চার দিনের পাকিস্তান সফরে এসেছেন। পিওকে ঘুরে দেখার সঙ্গে তিনি দেখা করেন ইমরান খানের সঙ্গে। আর ভারত প্রতিক্রিয়া দিতেই মার্কিন বিদেশ সচিবের বিশেষ উপদেষ্টা ডেরেক চলেট বলেছেন, 'এটা বেসরকারি এবং ব্যক্তিগত সফর। মার্কিন সরকারের বিদেশ নীতির সঙ্গে এই সফরের কোনও যোগ নেই।'
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, 'বাড়িতে কেউ সংকীর্ণ রাজনীতি করতে চাইলে সেটা তাঁর ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আমরা নিন্দা করবোই।'