Share this link via
Or copy link
এবারও রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভোট দিতে বিরত থাকল ভারত (India abstains Voting)। প্রথমে নিরাপত্তা পরিষদ, তারপর সাধারণ সভা আর এবার মানবাধিকার সংসদে হওয়া ভোটাভুটিতে অংশ নেয়নি দিল্লি। তবে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে ইউক্রেন সমস্যার (Russia invades Ukraine) সমাধানে প্রতি সওয়াল করেছেন রাষ্ট্রপুঞ্জে (United Nation) নিযুক্ত ভারতের প্রতিনিধি ইন্দ্রমনি পাণ্ডে।
এই ভোটে ভারত ছাড়াও ভোটদানে বিরত ছিল আরও ১২ দেশ। আর্মেনিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, কাজাখস্তান, নামিবিয়া, সেনেগাল, সুদান, উজবেকিস্তান, ভেনিজুয়েলা এবং পাকিস্তান, এরাও ভোটাভুটিতে অংশ নেয়নি। তবে মানবাধিকার সংসদে নেওয়া প্রস্তাব শুক্রবার গৃহীত হয়েছে।
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করতেই একাধিকবার মস্কোর বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব আনা হয়েছে। প্রতিবারই ভোটদান থেকে বিরত থেকেছে মোদী সরকার। তবে সাম্প্রতিক সময়ে একাধিকবার রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেছে ভারত। পূর্ব ইউরোপে শান্তি ফেরাতে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেছে নয়াদিল্লি। কূটনৈতিক পথেই দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের ডাক দিয়েছে ভারত।