কৌতুক প্রতিভায় ভরপুর ইমরান খান। এভাবেই ফের একবার প্রাক্তন স্বামীকে খোঁচা দিলেন রেহাম খান। এখানেই থামেননি রেহাম, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর পরামর্শ, 'দা কপিল শর্মা শোয়ে গিয়ে উনি সিধুর জায়গায় বসুন।'
গত কয়েক সপ্তাহ ধরে সাংবিধানিক সঙ্কটে টালমাটাল ছিল পাকিস্তানের রাজনীতি। দেশের সেই অবস্থার জন্য ইমরানকেই দায়ী করেছিলেন রেহাম। ভ্রান্তিতে থাকতে ভালবাসেন তিনি। এভাবেই প্রাক্তন স্বামীকে সমালোচনার সুরে বিঁধেছিলেন রেহাম খান।
সম্প্রতি ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ইমরান খান বলেছিলেন, 'ভারত স্বাধীনভাবে তাদের বিদেশনীতি নিতে পারে। কোনও বিশ্ব শক্তি ভারতকে নিয়ন্ত্রণ করতে পারে না।'সেই মন্তব্যকেই খোঁচা দিয়েছেন রেহাম খান। সাংবাদিকদের ইমরানের প্রাক্তন স্ত্রী জানান, উনি একটু আবেগপ্রবণ। ভারতে ওকে জায়গা দেওয়া উচিৎ। অন্তত বলিউডে চেষ্টা করে দেখতে পারেন ইমরান খান। আমি বিশ্বাস করি ও অস্কার জেতার মতো অভিনয় করতে পারবেন।'
ঠিক কোন চরিত্রে মানাবে ইমরানকে। সেই প্রশ্নেও ব্যাঙ্গাত্মক জবাব দেন রেহাম। তিনি বলেছেন, 'বলিউডে নায়করা খলনায়ক হয়েছেন, খলনায়ক বেশি পরিচিতি পেয়েছেন। তবে আমি মনে করি ইমরান খানে কৌতুক প্রতিভা প্রচুর। সঙ্গে শের-সায়েরি করতে পারেন, তাই কপিল শর্মার শোয়ে সিধু পাঁজির জায়গায় চেষ্টা করে দেখতে পারেন।'