চূড়ান্ত নাটকীয়তার শেষে পাকিস্তানে(Pakistan) নতুন প্রধানমন্ত্রী(Prime Minister) হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নাওয়াজের সভাপতি শাহবাজ শরিফ(Shahbaz Sharif)। ১০ই এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পদ থেকে সরে দাঁড়ান ইমরান খান(Imran Khan)। আর তাঁর সরকারের অকাল পতনেরকারণ হিসেবে বারবার উঠে এসেছে সেনাবাহিনীর ভূমিকার বিষয়টি। এমনকি বুধবার ইমারান খানও তাঁর পতনের জন্য পরোক্ষভাবে সেনার দিকেই আঙুল তোলেন।
উল্লেখ্য, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়াকে তীব্র বিঁধলেন।
সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তির ক্ষমতার অপব্যবহারের ফলেই তিনি পদচ্যুত হয়েছেন। পাশাপাশি বিরোধী জোটকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
ইমারানের নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর কর্মীদের টুইট(Tweet) বার্তায় জানিয়েছেন, দেশের শাসনব্যবস্থায় সাধারণ মানুষের ভূমিকা রয়েছে। দু-একজনের ভুলের দায় সকলকে দেওয়া যায় না। প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরে ইমারান ও তাঁর রাজনৈতিক দলের সঙ্গে সেনাবাহিনীর মত পার্থক্য তৈরি হয়েছিল। আর তার জেরেই সেনা শক্তি প্রয়োগ করে প্রধানমন্ত্রীর পদত্যাগ করিয়েছে।
তবে সবকিছুর মধ্যে সেনার ভূমিকা নিয়ে প্রশংসাও করেছেন। সেনা না থাকলে দেশকে রক্ষা করা যেত না বলে জানান তথ্যমন্ত্রী।