মানবদেহে প্রথম বার্ড ফ্লু-র (Bird Flu in Human) অস্তিত্ত্ব মিলল চিনে (China)। বার্ড ফ্লুয়ের এইচ৩এন৮ এই স্ট্রেন থেকে সংক্রমণের শঙ্কা কম। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। এইচ৩এন৮ স্ট্রেনের (H3N8 Strain) প্রথম ২০০২ সালে উত্তর আমেরিকায় খোঁজ মেলে। এর আগে ঘোড়া, কুকুর, সিল মাছের মধ্যে বার্ড ফ্লুয়ের অস্তিত্ব মিলেছে। কিন্তু মানবদেহে এই প্রথমবার এই স্ট্রেনের খোঁজ মিলেছে।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, সেন্ট্রাল হেনান প্রদেশের ৪ বছরের এক শিশুপুত্রের বার্ড ফ্লুয়ের নমুনা পজিটিভ এসেছে। চলতি মাসে জ্বর এবং অন্য উপসর্গ নিয়ে তাকে চিকিৎসাধীন করা হয়েছে।
সেই শিশুর পরিবারের বাড়িতে খামার আছে এবং বুনো হাঁসের ব্যবসা করে তারা। সরাসরি এই স্ট্রেনের বাহক কোনও বার্ড থেকে সেই শিশুতে সংক্রমিত হয়েছে। তবে সেই স্ট্রেন কোনওভাবে মানবদেহকে প্রভাবিত করার ক্ষমতা রাখে না। বিবৃতিতে এমনটাই জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন। এমনকি সংক্রমিত শিশুর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা কেউ সংক্রমিত নন।
তবে অসুস্থ এবং মৃত কোনও পাখির সংস্পর্শে আসতে বারণ করেছে চিনের স্বাস্থ্য কমিশন। জ্বর কিংবা শ্বাস-প্রশ্বাসের কোনও সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে বলেছে প্রশাসন।