জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার বিকেলে কয়েক ঘন্টার ব্যবধানে দু'দুবার আফগানিস্তানের পশ্চিমে অবস্থিত বাদঘিস প্রদেশে ভূমিকম্প হয়। সূত্রের খবর, ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন মহিলা এবং ৪ জন শিশুও রয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই অঞ্চলের বহু বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২ টোয় প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৩। বিকেল ৪টের সময় আবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪.৯। বাদঘিস প্রদেশের রাজধানী কালা-এ-নাও-এর ৪১ কিলোমিটার পূর্বে এবং ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। ওই প্রদেশের দক্ষিণে অবস্থিত কাদিস জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
আফগানিস্তানের এই প্রত্যন্ত অঞ্চলটি সবচেয়ে অনুন্নত। যার ফলে রিখটার স্কেলে কম্পনের মাত্রা কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অধিক। একাধিক বাড়িতেও দেখা গেছে ফাটল। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি। মনে করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।