LATEST NEWS
28 May, 2023

Srilanka: শ্রীলঙ্কা সংসদে সংখ্যালঘু রাজাপক্ষে সরকার, কোনদিকে আর্থিক সঙ্কটে থাকা দ্বীপরাষ্ট্র
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৪-০৫ ১৬:২১:৫২   Share:   

শ্রীলঙ্কায় (Srilanka Crisis) ক্রমশ জটিল হচ্ছে সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি। সম্প্রতি বিরোধীদের শাসক জোটে অংশ হতে আহ্বান জানান দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট (G Rajapakkhe)। ঐক্যবদ্ধ শাসকই পারবে দেশকে সঙ্কট (Lanka Economic Crisis) থেকে বের করতে, এই আবেদন করেছিলেন জি রাজাপক্ষে। কিন্তু পত্রপাঠ সেই আবেদন খারিজ করেছে সংসদের বিরোধী দলগুলি। এদিকে, গোটাবায়া রাজাপক্ষের নেতৃত্বাধীন শাসক জোট মঙ্গলবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্তত ৪১ জন সাংসদ এদিন শাসক জোটের সঙ্গ ছেড়েছেন।

এদিকে, শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাব্রি মঙ্গলবার ইস্তফা দিয়েছেন। তিনদিন আগেই মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সাব্রির সঙ্গেই চার নতুন মন্ত্রী শনিবার নিয়োগ করেছিলেন সিংহলি প্রেসিডেন্ট। যদিও রাজাপক্ষের শাসক জোটে যোগ দেওয়ার আবেদন খারিজ করেছে বিরোধী দলগুলি। উলটে প্রেসিডেন্টের ইস্তফার দাবিতে সরব তাঁরা।

Ad code goes here

জানা গিয়েছে, শ্রীলঙ্কা সংসদের উপাধ্যক্ষ রঞ্জিথ সিয়ামবালাপিটিয়া পদত্যাগ করেছেন। এদিন দেশব্যাপী চলা জরুরি অবস্থার মধ্যে সংসদ বসেছিল। সেই অধিবেশনেই পদত্যাগ করেছেন উপাধ্যক্ষ।

Ad code goes here

পাশাপাশি আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ জানিয়েছে, শ্রীলঙ্কার রাজনৈতিক এবং আর্থিক অবস্থার উপর নজর রাখছে তারা।

Ad code goes here


Ad code goes here

Calcutta News
Calcutta News
00:00
/
00:00
LIVE
Ad code goes here

Ad code goes here

Follow us on :