সাড়ে তিন দশক ধরে প্রায় পঞ্চাশ জন মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ। গুরুতর এই অভিযোগে কাঠগড়ায় ভারতীয় বংশোদ্ভুত চিকিৎসক কৃষ সিং। বছর ৭২-র এই চিকিৎসকের বিরুদ্ধে ৩৫ বছরে ৪৮ জন মহিলা রোগীর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। স্কটল্যান্ডে কর্মরত এই চিকিৎসক মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) সম্মানও পেয়েছেন।
স্কটিশ পুলিস সূত্রে খবর, ১৯৮৩ থেকে ২০১৮-র মধ্যে যৌন হেনস্থার ঘটনাগুলো ঘটেছে। কিছু ঘটনা চিকিৎসকের নর্থ লানার্কশায়ারে, পাশাপাশি হাসপাতাল, রোগীদের বাড়িতে গিয়েও কুকর্মগুলো করতেন এই চিকিৎসক। এমন অভিযোগই পেয়েছে স্কটল্যান্ড পুলিস।
চিকিৎসার নামে রোগীদের চুম্বন করা, পরীক্ষার ছুতোয় শরীরের বিভিন্ন অংশে হাত এমনকি মহিলা রোগীদের সঙ্গে অশালীন আচরণ-- ইত্যাদি ইত্যাদি অভিযোগ নিয়ে চিকিৎসক সিংয়ের বিরুদ্ধে সরব নিগৃহীতারা।
আপাতত অভিযোগ খতিয়ে দেখে যৌন হেনস্থার মামলা গ্লাসগো হাইকোর্টে পৌঁছেছে। আভিযোগকারীদের আইনজীবী জানিয়েছেন, মহিলাদের যৌন হেনস্থা করা দৈনন্দিন অভ্যাসে ছিল অভিযুক্ত চিকিৎসকের। কখনও প্রত্যক্ষ, কখনও পরোক্ষে মহিলাদের যৌন হেনস্থা করতেন তিনি।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক। তাঁর দাবি, রোগীরা মিথ্যা কথা বলছেন। ভারতে ডাক্তারি প্রশিক্ষণের সময় তাঁদের যা যা শেখানো হয়েছে, চিকিৎসা করতে গিয়ে সেটাই করেছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮-তে এক মহিলা চিকিৎসক সিংহের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তারপর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছিল পুলিশ। স্কটিশ পুলিসের দাবি, চিকিৎসকের বিরুদ্ধে ৫৪টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে বেশির ভাগই যৌন হেনস্থা এবং অশালীন আচরণের।