নেপাল বিমান দুর্ঘটনায় (Nepal Air Crash) ২২ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মুস্তাং জেলায় তারা এয়ার প্লেনের ধ্বংসাবশেষ সরিয়ে এই মৃতদেহগুলো (Body Recover) উদ্ধার হয়েছে। রবিবার ২২ জন যাত্রী-সহ এই বিমান দুর্ঘটনার কবলে পড়ে। যাঁদের মধ্যে চারজন ভারতীয়-সহ জাপানের নাগরিকও ছিলেন। প্রাথমিকভাবে র্যাডার থেকে বিমানটি উধাও হয়ে গেলেও পরে জানা গিয়েছিল দুর্ঘটনার কবলে পড়েছে সেই বিমান।
এই দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়ে। তারপর থেকে উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সকালেই উদ্ধার হয় বিমানের ব্ল্যাকবক্স, তারপর ধ্বংসস্তুপ সরাতেই একে একে উদ্ধার করা হয় মৃতদেহগুলো।