শ্রীলঙ্কায় আর্থিক মন্দার কারণে অচলাবস্থা। একদিন দুদিন নয়, চলতি বছরের শুরু থেকেই ভাঙছিল শ্রীলঙ্কার অর্থনীতি। ফলে গণবিক্ষোভে জ্বলছিল দেশটি। এবার গভীর কাঠামোগত সংস্কার না করলে বিশ্বব্যাঙ্ক নতুন করে আর কোনও ঋণ বা আর্থিক সাহায্য করবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে। শুক্রবার অর্থাত ২৯ জুলাই এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। উল্লেখ্য, খাদ্য ও জ্বালানির ঘাটতি এবং ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে অভূতপূর্ব মন্দার সম্মুখীন হয়েছে দেশটির সাধারণ মানুষ।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয় দেশটি এপ্রিলে তার ৫১ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণে ঋণ খেলাপি হয়েছিল এবং যার জেরে ব্যাপক গণবিক্ষোভের মুখে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে এবং পদত্যাগ করতে বাধ্য হন। করোনা সংক্রমণের কারণে বিগত দুই বছর ধরে পর্যটন সম্পূর্ণ বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়ে দেশের অর্থনীতি। ক্ষমতায় থাকা রাজাপক্ষে সরকারের অপরিকল্পিত নীতি ও অতিরিক্ত ভর্তুকির ঘোষণার জেরেও খালি হয়ে যায় দেশের কোষাগার।
এই পরিস্থিতিতে বিশ্বব্যাঙ্ক বলেছে, তারা শ্রীলঙ্কার জনগণের সংকটের প্রভাব সম্পর্কে উদ্বিগ্ন কিন্তু সরকার প্রয়োজনীয় সংস্কার না করা পর্যন্ত অর্থায়ন করবে না। তবে ইতিমধ্যেই বিশ্বব্যাঙ্ক যে আর্থিক সহায়তা করছে, তার অধীনে অত্যাবশ্যকীয় পণ্য যেমন ওষুধ, রান্নার গ্যাস, সার, শিশুদের জন্য খাদ্যসামগ্রী ও অতি দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্যের মতো সুবিধাগুলি জারি রাখা হবে।