'কচ্ছপের গতি' (Tortoise) প্রবাদ বাক্যটির সংজ্ঞাই বদলে দিলেন একদল চিকিৎসক। মেঠো ইঁদুরের (Rat) কামড়ে সামনের দু'টো পা ক্ষতিগ্রস্ত হয়েছে কচ্ছপের। তাই কচ্ছপের গতি ঠিক রাখতে সেই পা দু'টির জায়গায় লাগিয়ে দিলেন চাকা। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের (North West England) ওয়ারিংটনে (Warrington)।
সেখানেই বসবাস করে ম্যাকনিকোলস পরিবার। তাঁরা দীর্ঘদিন ধরেই দুটি কচ্ছপ পুষছেন। তারই একটির নাম এডি। আর এডি সকলের নজর এড়িয়ে বাড়ির বাইরে চলে যায়। বাড়ির বাচ্চারা স্কুল থেকে ফিরে এডিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু খুঁজে না পেয়ে বাড়ির পোষ্য কুকুরদের পাঠানো হয় কচ্ছপের সন্ধানে। কুকুরগুলি রক্তাক্ত অবস্থায় বাড়ির পিছনের বাগান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
তড়িঘড়ি আহত কচ্ছপটিকে পশুচিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সম্ভবত মেঠো ইঁদুর আক্রমণ করেছিল কচ্ছপটিকে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সামনের দুটি পা। অস্ত্রোপচার করে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। এরপর কচ্ছপটির যাতে চলাফেরা করতে কোনও রকম অসুবিধে না হয়, তার জন্য সামনে দুটি চাকা লাগানোর সিদ্ধান্ত নেন।
বলাবাহুল্য, চাকা লাগানোর পর কচ্ছপের গতি অনেকটাই বেড়ে গিয়েছে।