লাগাতার বন্দুকবাজের হানায় আতঙ্কিত হয়ে পড়েছিল আমেরিকাবাসী।প্রাণ হারিয়েছে বহু নিরীহ মানুষ। গির্জা, বাজার, শপিং মল, এমনকি রেহাই পাইনি স্কুলের শিশুরাও। বন্দুকবাজদের দমন করতে মার্কিন সেনেটে পাশ হল বহু অপেক্ষিত আগ্নেয়াস্ত্র হিংসা বিল। যদিও এখনও হোয়াইট হাউসের তরফে চূড়ান্ত কোনও সম্মতি মেলেনি।
উল্লেখ্য, পুর্বের নিয়মে বলা ছিল ১৮ বছর হলেই বন্দুক কিনতে পারেন সাধারণ মানুষ। সেই নিয়ম বদলের জন্যই রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছিলেন মার্কিন নাগরিকরা। অবিলম্বে নতুন নিয়মেরে দাবিতে প্রায় হাজার মানুষ মিছিল করেছেন আমেরিকার বিভিন্ন প্রান্তে। এর বিরোধিতা করেছিলেন রিপাবলিকানরা।
তবে বন্দুকবাজের হামলা বাড়ায় রিপাবলিকানদের সঙ্গে বারংবার বৈঠকে বসেন ডেমোক্র্যাটরা। উল্লেখ্য, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কক্ষে বিলটি ২৪০ ভোট পায়। এর বিরুদ্ধে পড়ে ১৯০টি ভোট।যার ফলে আইন প্রণয়ন করা কঠিন ছিল।
সাম্প্রতিক অতীতে বারবার বন্দুকবাজদের হামলার ঘটনায় অস্বস্তিতে পড়েছে বাইডেন সরকার। টেক্সাসের স্কুলে হামলার পরে যদিও এই ঘটনার প্রতিবাদ করেছিলেন জো বাইডেন। জানিয়েছিলেন, বন্দুক কেনার আইনে কড়াকড়ি করা হবে। অবশেষে সেই দিকেই এগোচ্ছে প্রশাসন।