ব্রেকিং নিউজ
Ukraine: আচমকাই ইউক্রেন সফরে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, পাশে থাকার আশ্বাস
HomeinternationalUkraine: আচমকাই ইউক্রেন সফরে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, পাশে থাকার আশ্বাস
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-09 13:18:09
রবিবার এক অঘোষিত (Unannounced) সফরে ইউক্রেন (Ukraine) গেলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন (Jil Biden)। রুশ আগ্রাসনে (Russia attack) বিধ্বস্ত ইউক্রেনের প্রত্যন্ত একটি ছোট শহর উঝহোরোদে (Uzhorode) যান তিনি। সেখানে একটি স্কুলভবনের অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষদের দেখতে গিয়ে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার (Olena Zelenskar) সঙ্গে সাক্ষাৎ করেন জিল বাইডেন। স্কুলের ওই শিবিরে ৪৮ জন শিশুসহ আশ্রয় নিয়ে আছে ইউক্রেনীয়রা।
জানা গিয়েছে, বাইডেন (Jil Biden) প্রায় দুই ঘণ্টা ইউক্রেনে ছিলেন। তার আগে তিনি ইউক্রেনের সীমান্তবর্তী স্লোভাকিয়ার (Slovakia) একটি গ্রাম পরিদর্শন করেন। ওই গ্রাম থেকে প্রায় ১০ মিনিটের দূরত্বে ছিল ওই উঝহোরোদ শহর। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে ওলেনাকে জনসমক্ষে দেখা যায়নি। তাঁর সঙ্গে দেখা করে জিল বলেন, তিনি মাতৃ দিবসে ইউক্রেনে আসতে চেয়েছিলেন। এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার, সেটি ইউক্রেনের জনগণকে বোঝানো উচিত। এই যুদ্ধ নৃশংস। যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের জনগণের পাশে আছে।
জিল বাইডেন সফরকালে গোপনীয়তা রক্ষা করেন। রাশিয়ার সঙ্গে গত ১০ সপ্তাহ ধরে চলা সংঘর্ষে তিনি সর্বসাম্প্রতিক উচ্চপদস্থ আমেরিকান, যিনি ইউক্রেন সফর করলেন। উল্লেখ্য, এদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও (Prime Minister Justin Trudeau) ঘোষণা না করেই ইউক্রেন সফরে যান।