১৯ এপ্রিল, ২০২৪

Jail: ব্রাশ দিয়ে জেল দেওয়ালে গর্ত করে পগার পার দুই, রেস্তোরাঁ থেকে ফের গ্রেফতার
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-23 17:51:39   Share:   

দাঁত মাজার ব্রাশ (Tooth Brush) দিয়ে জেলের দেওয়ালে গর্ত করে পালিয়ে গেলেন দুই বন্দি (Jail Inmates)। ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) ভার্জিনিয়া প্রদেশে। যদিও পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই একটি রেস্তোরাঁয় প্যানকেক খাওয়ার সময় পুলিস (Police) তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর দুই আসামি জানান, 'টুথব্রাশ এবং একটি ধাতব বস্তু ব্যবহার করেই জেলের ভিতরে গর্ত করেছিল তারা।'

 সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, জেল পালানো ওই দুই আসামির নাম জন গারজা এবং আরলি নিমো। মূলত গারজা আদালত অবমাননার জন্য এবং নিমো ক্রেডিট কার্ড জালিয়াতির জন্যই জেলের সাজা খাটছেন। সোমবার সন্ধ্যায় তারা দু'জন জেল থেকে পালিয়ে যান। জেল কর্তৃপক্ষর কানে পালানোর বিষয়টি পৌঁছতেই তাঁরা তল্লাশি অভিযান শুরু করেন। কিছুক্ষণ পর ওই দুই আসামির কক্ষ তল্লাশি করে জেলের দেওয়ালে একটি গর্ত দেখতে পান তাঁরা। যদিও মঙ্গলবার ভোরবেলা জেলের কাছেই হ্যাম্পটন শহরের একটি রেঁস্তোরা থেকে তাদের গ্রেফতার করে পুলিস।


Follow us on :