১৯ এপ্রিল, ২০২৪

Earthquake: আফগানিস্তানের ভূমিকম্পে কাঁপলো চিন-তাজিকিস্তান, আফটার শক আতঙ্ক
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-23 13:59:25   Share:   

তুর্কি-সিরিয়ার পর এবার চিন-আফগানিস্তান (Afghanistan)-তাজিকিস্তান সীমান্ত। ফের ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল পামির মালভূমি ঘেরা মধ্য এশিয়ার ওই এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।  উত্তর-পূর্ব আফগানিস্তানের ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৬টা ৭ মিনিটে আফগানিস্তান এবং তাজিকিস্তানের (Tajikistan) মাটি কেঁপে ওঠে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

তুর্কি-সিরিয়ার মতো আফগানিস্তানে আফটার শক অনুভূত হয়েছে। রিখটার স্কেলে অফটার শকের কম্পনের মাত্রা ছিল ৫। মার্কিন ভূমিবিজ্ঞানীদের দাবি, এই এলাকায় আরও আফটার শক অনুভূত হতে পারে। পাশাপাশি ভূমিকম্পের জেরে এখানে প্রবল ধস নামার আশঙ্কাও রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্প কেঁপে ওঠে তুর্কি ও সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। শক্তিশালী সেই ভূমিকম্পে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দুই দেশ। ভূমিকম্পের জেরে চোখের নিমেষে ভেঙে পড়ে একের পর এক বাড়ি।


Follow us on :