Share this link via
Or copy link
মাঝব্রিজে যাত্রীবাহী ট্রেনে হঠাৎ আগুন, আতঙ্ক হুড়োহুড়ি প্রাণভয়ে নদীতে ঝাঁপ। এসবই হল আমেরিকার ম্যাসাচুসেটসে দানা ব্রিজের উপরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝে মিস্টিক নদীর উপর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। অরেঞ্জ লাইনের সামনের দিকে একটি কামারায় হঠাৎই আগুন লেগে যায়।
পোড়া গন্ধ নাকে যেতেই যাত্রীরা দরজার দিকে ছুটতে থাকেন। মুহূর্তেই ট্রেনের সকলে জানতে পেরে যান আগুন লেগেছে। কিন্তু দরজা বন্ধ থাকায় অগত্যা উপায় না দেখে জানলা ভেঙে ঝাঁপ দেন নদীতে। যাত্রীরা বাইরে বেরিয়ে আসেন ট্রেন থেকে।
খবর পেয়েই এমবিটিএ-র কর্মীরা সেখানে যান। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বার করে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।